মায়ের রান্না করা খাবার পছন্দ হয়নি। সেকারণে ৫৫ বছর বয়সী মা-কে খুন করার অভিযোগ উঠল তাঁর ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায় মুরবাদ তালুকে। রবিবার রাতে ওই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার মায়ের রান্না করা খাবার পছন্দ হয়নি ওই যুবকের। তা নিয়ে প্রথমে বচসা শুরু হয়। এরপরেই কাটারি দিয়ে মায়ের গলায় আঘাত করে ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
প্রতিবেশীরা জানিয়েছেন, শুধু রবিবার নয় নিয়মিত মায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করে অভিযুক্ত যুবক। পারিবারিক বিভিন্ন কারণে অশান্তি লেগেই থাকে তাঁদের মধ্যে। রবিবার রান্না করা খাবার নিয়ে শুরু হয় অশান্তি। তারপরেই মায়ের উপর হামলা চালানো হয়।