ঝাড়খণ্ডে এক কিশোরকে পিটিয়ে মারল চারজন। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সোমবার, ঝাড়খণ্ডের হাসডিহা পুলিশ স্টেশনের থাঠি গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, ৩ কিশোর ফুটবল ম্যাচ দেখে বাইকে বাড়ি ফিরছিল।
তাদের বাইক একটি মহিষকে ধাক্কা মারে। এরপরই মহিষের মালিকের সঙ্গে বচসা বাধে তাদের। প্রত্যক্ষদর্শীরা জানান, বারবার ক্ষমা চায় তারা। কিন্তু চারজন মিলে ওই কিশোর আর তার ২ বন্ধুর উপর হামলা করে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই সারিয়াহাট কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। দুজন বেঁচে গেলেও একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।