মধ্যপ্রদেশের ভিন্দ জেলার একজন শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে , তিন সন্তানদের নামে তথ্য গোপনের অপরাধে। মঙ্গলবার, সরকারের দুই সন্তানের নিয়ম লঙ্ঘনের অপরাধে তাঁকে চাকরি থেকে বের করে দেওয়া হয় বলে খবর।
Militants' infiltration: ভারতে অনুপ্রবেশের চেষ্টা দুই জঙ্গির, ভারতীয় সেনার ক্যামেরায় ধরা পড়ল ছবি
মধ্যপ্রদেশ সরকারের সাধারণ প্রশাসন বিভাগের (জিএডি) আদেশ অনুসারে, ২৬ জানুয়ারী, ২০০১ এর পরে কোনও সরকারি কর্মচারীর তৃতীয় সন্তানের জন্ম হওয়া উচিত নয়। এর ভিত্তিতেই , গণেশ প্রসাদ শর্মা নামের ওই শিক্ষককে সিএম রাইজ স্কুল থেকে বরখাস্ত করা হয়। সরকারের কাছে ভুল তথ্য দিয়েছেন এবং তার তৃতীয় সন্তানের তথ্য গোপন করেছে বলে অভিযোগ।