এবার রাশিয়ার (Russia) সঙ্গে সবরকম ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিল টাটা স্টিল (TATA STEEL)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে (Russia-Ukraine War) তারা এই সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া থেকে কয়লার (Coal) আমদানি করে টাটা স্টিল। যা স্টিল তৈরির কাজে লাগে।
টাটা স্টিল সংস্থার মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, "রাশিয়ায় আর কোনও ব্যবসা সংক্রান্ত কাজ বা কর্মী রাখা হবে না। আমরা সচেতনভাবেই রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।"
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জাহাঙ্গীরপুরীতে যাবেন মহুয়া, ডেরেকরা
ভারত, গ্রেট ব্রিটেন, নেদারল্যান্ডের বিভিন্ন জায়গায় স্টিল তৈরি করে টাটা স্টিল। জানা গিয়েছে, এবার থেকে রাশিয়ার পরিবর্তে বিকল্প পথে কাঁচামাল আমদানি করবে সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে রাশিয়ার নির্ভরতা কাটিয়ে প্ল্যান্টের কাজ চালানোর চেষ্টা করছেন তাঁরা। ভারতে টাটা স্টিলের সদর দফতরে রাশিয়া থেকে যে কয়লা আসে, তার পরিমাণ সীমিত। তা দিয়েই টাটা স্টিলের বিভিন্ন জায়গা কাজও হয়।
উল্লেখ্য, ভারতের দ্বিতীয় বৃহত্তম সফটওয়ার কম্পানি ইনফোসিস রাশিয়ার সঙ্গে সবরকম ব্যবসায়িক চুক্তি ছিন্ন করার কথা ঘোষণা করে।।