ভারতের প্রথম কেমোথেরাপির ওরাল সাসপেনশনের ওষুধ তৈরি করছে টাটা মেমোরিয়াল হাসপাতাল। টাটা মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে অ্যাডভান্সড সেন্টার ফর ট্রেনিং রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন ক্যানসারের সহযোগিতায় তৈরি করা হচ্ছে 'প্রিভ্যাল' নামের এই অতি গুরুত্বপূর্ণ জীবনদায়ী ওষুধটি। যার মূল লক্ষ্য, ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসা। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়ার মতো রক্ত সংক্রান্ত ক্যানসারের চিকিৎসায়ও এটি সহায়তা করবে বলে আশাবাদী গবেষকরা।
উল্লেখ্য, ২০২২ সালে 'নিভোলুম্যাব' নামের একটি ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। ওই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে দেখা গিয়েছিল, ওষুধটি এক দশমাংশ হারে ব্যবহার করলেও সুফল পেতে পারেন ‘হেড অ্যান্ড নেক’ ক্যানসারে আক্রান্ত রোগীরা। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকদেরই এক আবিষ্কার ছিল ওই ওষুধটিও।