হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন, দু হাতে চ্যানেল করা, নাকে নল, বিছানার পাশে ঘিরে রয়েছেন পাঁচজন। রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে এরকমই ছবি শেয়ার করেছেন লেখিকা তসলিমা নাসরিন। তার আগে অবশ্য দুদিন ধরে কিছু 'অদ্ভুত' পোস্টে ভরে গিয়েছিল তসলিমার ফেসবুকের ওয়াল।
কখনও তিনি লিখছিলেন, তাঁর মৃত্যু হয়েছে, শেষকৃত্য চলছে, কখনও বা লিখছিলেন দেহ দান করেছেন তিনি। পরে দিল্লির এইমস এ দেহ দানের ফর্ম ফিলাপ সংক্রান্ত কিছু ছবিও আপলোড করেন লেখিকা। রাতের দিকে তাঁর প্রোফাইল থেকে আপলোড করা হয় হাসপাতালের বেডে শোয়ার ছবি।
Axar Patel Engagement: বিয়ের প্রস্তুতি? অক্ষর প্যাটেলের ছুটি নিয়ে জল্পনা
যদিও তসলিমা ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।