তাঁকে একরকম জোর করে পঙ্গু করে দেওয়া হয়েছে, চিকিৎসককে দুষে পোস্ট করলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। লেখিকার অভিযোগ, জোর করে তাঁর হিপ রিপ্লেসমেন্ট করা হয়েছে।
সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের বিরুদ্ধে তসলিমার অভিযোগ, ‘হিপ ফিক্সেশান’-এর কথা বলে অপারেশন টেবিলে নিয়ে যাওয়ার ঠিক আগে তাঁকে ‘হিপ রিপ্লেসমেন্ট’-এর জন্য সায় দিতে বাধ্য করা হয়।
হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন, দু হাতে চ্যানেল করা, নাকে নল, বিছানার পাশে ঘিরে রয়েছেন পাঁচজন। রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে এরকমই ছবি শেয়ার করেছেন লেখিকা তসলিমা নাসরিন। তার আগে অবশ্য দুদিন ধরে কিছু 'অদ্ভুত' পোস্টে ভরে গিয়েছিল তসলিমার ফেসবুকের ওয়াল।
Kabul-Taliban Administration: চলছে তালিবানি শাসন, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে ম্যানিকুইনের মাথাও
কখনও তিনি লিখছিলেন, তাঁর মৃত্যু হয়েছে, শেষকৃত্য চলছে, কখনও বা লিখছিলেন দেহ দান করেছেন তিনি। পরে দিল্লির এইমস এ দেহ দানের ফর্ম ফিলাপ সংক্রান্ত কিছু ছবিও আপলোড করেন লেখিকা। রাতের দিকে তাঁর প্রোফাইল থেকে আপলোড করা হয় হাসপাতালের বেডে শোয়ার ছবি।