বড়সড় বিপদের মুখে তামিলনাড়ুর উচ্চশিক্ষামন্ত্রী তথা DMK নেতা কে পনমুডি। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার মাদ্রাজ হাইকোর্ট তিন বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এর সঙ্গে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে ২৮ জুন তাঁকে বেকসুর খালাস করে দেয় বেল্লোরের একটি আদালত। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করা করা। এরপর শুনানি শেষে বৃহস্পতিবার মন্ত্রীর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
এই মামলার সঙ্গে পনমুডির স্ত্রীকেও ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাজা কমানোর আর্জি করা হয়। জমা দেওয়া হয় মেডিক্যাল রিপোর্ট। সবকিছু বিবেচনা করেই এদিন রায় ঘোষণা করেছে আদালত।