আর্থিক তছরূপের মামলায় ইডির হাতে গ্রেফতার হন তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি। গ্রেফতারির পর বুধবার সকালে তাঁকে আনা হয় চেন্নাইয়ের সরকারি হাসপাতালে। সেই সময় অ্যাম্বুলেন্সের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন বালাজি।
গাড়ি হাসপাতাল চত্বরে পৌঁছতেই ঘিরে ধরেন ডিএমকে সমর্থকরা। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে চলে স্লোগান। ইডি সূত্রে খবর, বুধবারই তাঁকে বিশেষ আদালতে তোলা হবে। আদালতে ইডি মন্ত্রীকে নিজেদের হেফাজতে চাইবে ইডি।
আরও পড়ুন: বাঁকুড়ায় শক্তিবৃদ্ধি কংগ্রেসের, তৃণমূল ছাড়়লেন পঞ্চায়েতের উপপ্রধান
সম্প্রতি টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার তামিলনাড়ুর সচিবালয়, মন্ত্রী সেন্থিল বালাজির দফতর তল্লাশি করেন। তাঁর বাসভবনেও তল্লাশি করা হয়।