মঙ্গলবার তামিলনাড়ুর মন্ত্রিসভার সদস্য সেন্থিল বালাজিকে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার করে ইডি। ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা আঘাত করলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, রাজ্যের অনুমতি ছাড়়া কোনও রকম তদন্ত করতে পারবে না কেন্দ্রীয় সংস্থা।
পশ্চিমবঙ্গ, রাজস্থান, পঞ্জাব, ছত্তিশগড়, কেরল-সহ দেশের ৯ রাজ্যে আগেই এমন বিধি আছে। এবার দশম রাজ্য হিসেবে যোগ হল তামিলনাড়ু। প্রসঙ্গত, কোনও রাজ্যে সিবিআই তদন্ত করতে গেলে রাজ্যের সম্মতি আবশ্যক। প্রসঙ্গত, কোনও রাজ্যে সিবিআই তদন্ত করতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সম্মতি আবশ্যক। ২০২০ সালে এমনই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, এই নীতি সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গেও সঙ্গতিপূর্ণ।
বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ডাকে পাটনায় বিজেপি বিরোধী নেতাদের বৈঠক আছে। তার আগে ইডির হাতে ডিএমকে সরকারের মন্ত্রীর গ্রেফতারি বিরোধী ঐক্যে নতুন শান দিল। কংগ্রেস, আরজেডি, সব দলই মোদী সরকারের বিরুদ্ধে সিবিআই-ইডিকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানোর অভিযোগ তুলেছে।