বিয়ের পরে কেমন হবে নববিবাহিতদের জীবন, তা নিয়ে চিন্তার শেষ থাকে না বহু মানুষের! কেউ কেউ বহু প্রতিজ্ঞাও করে ফেলেন! কিন্তু, তাই বলে, বিয়ের পরেও বউ যাতে ক্রিকেট (Groom signed bizarre contract) খেলায় বাধা না হয়ে দাঁড়ায়, তার জন্য রীতিমত চুক্তিপত্রে সই করানো?! নাহ! এমনটা অন্তত এ দেশে কখনও শোনা যায়নি! এই অদ্ভুত কাণ্ডটি ঘটিয়েছেন তামিলনাড়ুর থেনির বাসিন্দা হরিপ্রসাদ।
পেশায় তিনি কলেজ শিক্ষক। বিয়ের পর প্রতি শনি ও রবিবার ক্রিকেট (Groom signed bizarre contract in Tamil Nadu) খেলতে দিতে হবে বরকে, এই মর্মে বিয়ের সময় কনেকে দিয়ে রীতিমত আইনি চুক্তিপত্রে সই করালেন তামিলনাড়ুর ওই শিক্ষক!
তিনি শিক্ষক বটে তবে একই সঙ্গে ক্রিকেট খেলতেও খুবই ভালবাসেন তিনি। রবিবার পূজা নামের এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হরিপ্রসাদ। সেই সময়েই ঘটে এই ঘটনা!
আরও পড়ুন: 'পুলিশ ইচ্ছে করলেই গুলি চালাতে পারত, কিন্তু সংযত ছিল', জানালেন মুখ্যমন্ত্রী
জানা গিয়েছে, বন্ধুদের পরামর্শে ২০ টাকার একটি স্ট্যাম্প পেপার (Stamp paper) কেনেন হরিপ্রসাদ। তাতে লেখা ছিল, ‘আমি পূজা, প্রতি শনিবার ও রবিবার সুপারস্টার ক্রিকেট দলের হয়ে ক্রিকেট খেলার অনুমতি দিচ্ছি হরিপ্রসাদকে।’
তবে, এতে নতুন কনে গোঁসা করেননি বলেই খবর! বরং, বরের আবদার মেনে হাসতে হাসতে তৎক্ষণাৎ সই করে দেন চুক্তিপত্রে।