মার্চ (March) মাসে মোট ১৩ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক (Bank Holidays) । রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফে আগামী মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে । সেখানে দেখা গিয়েছে, হোলি, শিবরাত্রি-সহ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে । তবে, গোটা দেশে নয়, এর মধ্যে এলাকাভিত্তিক ছুটিও রয়েছে । দেখে নেওয়া যাক ছুটির পূর্ণাঙ্গ তালিকা ।
মার্চ মাসের প্রথম দিন শিবরাত্রি । সেই উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে আগরতলা, আইজল, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, নয়া দিল্লি, পানাজি, শিলং, পাটনা, চেন্নাই ও গ্যাংটকে ।
আরও পড়ুন | Breakup Day : অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, উদযাপন করুন অ্যান্টি ভ্যালেন্টাইন সপ্তাহের শেষ দিন
- ৩ মার্চ ছুটি । লোসারের কারণে গ্যাংটকের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে ।
- ৪ মার্চ চাপচার কুটের কারণে আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে
- ৬ মার্চ রবিবার । সাপ্তাহিক ছুটি ।
- ১২ মার্চ মাসের দ্বিতীয় শনিবার । সেকারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক
- ১৩ মার্চ রবিবারে ব্যাঙ্ক বন্ধ থাকবে
- ১৭ মার্চ হোলিকা দহন উপলক্ষে দেরাদুন, কানপুর লখনউ ও রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে
- ১৮ মার্চ দোল বা হোলি । সেকারণে বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, ভূবনেশ্বর, ইম্ফল ও কোচিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক ।
- ১৯ মার্চ হোলি বা ইওয়াসাং উপলক্ষে ভূবনেশ্বর, পাটনা ও ইম্ফল ব্যাঙ্ক বন্ধ রাখা হবে
- ২০ মার্চ রবিবার, ব্যাঙ্কের কাজ বন্ধ
- ২২ মার্চ বিহার দিবস । পাটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ।
- ২৬ মার্চ মাসের চতুর্থ শনিবার । তাই ব্যাঙ্ক বন্ধ ।
- ২৭ মার্চ রবিবার ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে ।