কাঁথিতে দুই অপরাধীর গ্রেফতারি নিয়ে এবার জোর তরজা শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরে। রামেশ্বরম বিস্ফোরণ কাণ্ডে তারা জড়িত ছিল বলে অভিযোগ। রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে পুরো ঘটনার জন্য শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুললেন কুণাল ঘোষ।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, অপরাধী এবং জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। এরাজ্য বিচ্ছিন্নতাবাদীদের জন্য সেফ জোন হিসেবেও পরিচিত বলে মন্তব্য করেন তিনি। এপ্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত।
Read More- বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে জড়িত ২ সন্দেহভাজনকে গ্রেফতার করল NIA, লুকিয়ে ছিল কাঁথিতে
অন্যদিকে পুরো বিষয়টিতে রাজ্য পুলিশের সহযোগিতার কথা উল্লেখ করেছেন কুণাল ঘোষ। পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তিনি দাবি করেন, সবাই জানে সেখানে কোন্ পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক।