বেঙ্গালুরুতে ভয়ঙ্কর ঘটনা । তিন বছরের শিশুকে পিষে দিল একটি এসইউভি গাড়ি । যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই একরত্তি । অথচ গোটা ঘটনা দেখে চুপ করে রইলেন প্রত্যক্ষদর্শীরা । এমনকী ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনও মনে করেননি কেউ । বেঙ্গালুরুর একটি আবাসনে ঘটনাটি ঘটেছে ।
মৃত শিশুর নাম আর্বিনা । জানা গিয়েছে, ঘটনার দিন আবাসনের বাইরের গেটে বসে আপন মনেই খেলা করছিল সে । তারপর হঠাৎই মেয়ের চিৎকার শুনে সেখানে ছুটে আসে তার বাবা । তিনি ওই আবাসনেই কাজ করেন বলে জানা গিয়েছে । মেয়েকে তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাকে । ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য মৃত্যু হয় তার । এরপরই সামনে আসে আসল সত্যিটা ।
তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ । সেখানেই দেখা যায়, শিশুটি যখন খেলছিল, ঠিক তখন একটি এসইউভি তাকে পিষে দিয়ে চলে যায় । তখনও আরবিনা বেঁচে । যন্ত্রণায় ছটফট করছে সে । সেই সময় কয়েক জন মানুষ তার সামনে দিয়ে আবাসনের ভিতরে চলে যান । কিন্তু, কেউ ওই একরত্তিকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যায়নি । পরে তার বাবা এসে মেয়েকে হাসপাতালে নিয়ে যায় । কিন্তু ততক্ষণে সব শেষ ।