বিমান ওঠানামার ক্ষেত্রে সাময়িক নিয়ন্ত্রণ লাগু হতে চলেছে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, ২৬ জানুয়ারি পর্যন্ত সকাল ১০ টা ২০ থেকে দুপুর ১২টা ৪৫ পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের মহড়া এবং মূল অনুষ্ঠানের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কবে থেকে নিয়ন্ত্রণ লাগু
শুক্রবার থেকেই এই নিয়ন্ত্রণ চালু হতে চলেছে। এমনকি নন সিডিউল ফ্লাইট এবং কার্গো বিমানও ওই সময়ের মধ্যে ওঠানামা করতে পারবে না। তবে প্রতিরক্ষা মন্ত্রকের বিমান বা হেলিকপ্টার ওঠানামায় কোনও নিয়ন্ত্রণ করা হবে না।
Read More- তৃণমূলের সংহতি মিছিলের রুটম্যাপ কী ! সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে পারেন মমতা
IGIA বিমানবন্দর
IGIA বিমানবন্দর দেশের মধ্যে সবথেকে বড়। প্রতিদিন প্রায় ১৩০০ বিমান ওঠানামা করে। অনেক যাত্রীর আশঙ্কা প্রায় ঘণ্টা দুয়েক বিমান পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়তে হতে পারে তাঁদের। বিমান ডিলে হওয়ারও আশঙ্কা করছেন তাঁরা।