সাসপেন্ডডেড সাংসদদের শাস্তি প্রত্যাহার। রাজ্যসভার মোট ১১ এবং লোকসভার ৩ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর। বুধবার থেকে শুরু হচ্ছে সংসদে অন্তর্বর্তী বাজেট অধিবেশন। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে বিরোধী সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী।
গত শীত অধিবেশনে উত্তাল হয়েছিল সংসদ। সরকার বিরোধিতার অভিযোগ সাসপেন্ড করা হয়েছিল মোট ১৪৬ জন বিরোধী সাংসদকে। এর মধ্যে ১৩২ জন সাংসদ সাসপেন্ড ছিলেন অধিবেশনের শেষদিন পর্যন্ত। বাকি ১৪ জন সাংসদের সাসপেনশন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা প্রিভিলেজ কমিটির।
সূত্রের খবর, এদিন সর্বদল বৈঠকে শাস্তি নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। বৈঠক শেষেই সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করা হবে। এদিনের বৈঠকে হাজির ছিলেন ৩০ দলের ৪৫ জন নেতা।