অনেকদিন ধরেই বউকে নিয়ে নানা সন্দেহ। স্রেফ সেই সন্দেহে বশেই এবার বউয়ের মাথা কেটে ফেলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, রক্তমাখা সেই মাথা নিয়ে হাঁটতে শুরু করল ১২ কিলোমিটার। তার কারণ, সে থানায় গিয়ে নিজেকে পুলিশের হাতে তুলে দেবে। কোথায় ঘটল এমন ঘটনা ? এই ঘটনা ওড়িশার ধেঙ্কানল জেলার চন্দ্রশেখরপুরের।
অভিযুক্তের নাম নাকাফোড়ি মাঝি। বয়স ৫৬ বছর। প্রায় বউ চঞ্চলাকে সন্দেহ করত। তাদের বচসা লেগেই থাকত। বৃহস্পতিবার এক কোপে চঞ্চলার মাথা ধড় থেকে আলাদা করে দেয় নাকাফোড়া। সকাল পর্যন্ত বাড়িতে অপেক্ষা করেছিলেন।
পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে কাটা মাথা হাতে গোন্ডিয়া থানার উদ্দেশে রওনা দেয় নাকাফোড়া। সঙ্গে ছিল খুনের অস্ত্র। দৃশ্যটি দেখে চমকে ওঠেন গ্রামের বাসিন্দারা। ততক্ষণে বাড়ি থেকে ১২ কিলোমিটার হেঁটে চলে এসেছেন জান্ডা। স্থানীয়েরা খবর দেন গোন্ডিয়া থানায়। পুলিশ এসে গ্রেফতার করে ।