দিল্লির নাবালিকা খুনের তদন্তে রোজই নতুন তথ্য হাতে পাচ্ছে দিল্লি পুলিশ। এই ঘটনায় গ্রেফতার নাবালিকার প্রেমিক সাহিলকে জেরা করে এই তথ্য সংগ্রহ করছেন দিল্লি পুলিশের কর্তারা। এবার দাবি করা হল ঝোঁকের বশে নয়, পরিকল্পনা করেই রোহিনীর ওই নাবালিকাকে খুন করেছিল সাহিল। জেরাতেও নাকি সাহিল একইকথা পুলিশকে জানিয়েছে। ধৃতের দাবি, তারা নাবালিকা প্রেমিকা অন্য সম্পর্কে আগ্রহী হয়ে উঠছিল। ইতিমধ্যেই দিল্লি পুলিশ ধৃতকে কঠোর সাজা দিতেই আদালতের কাছে অনুরোধ করেছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার সঙ্গে প্রায় তিন বছরের সম্পর্ক ছিল সাহিল বলে ধৃত ওই যুবকের। গত কয়েকদিন ধরেই তাদের সম্পর্কের অবনতি হয়। মূলত ওই নাবালিকাকে অন্য সম্পর্ক নিয়ে সন্দেহ করতে থাকে এই যুবক। গত বৃহস্পতিবারই ওই নাবালিকাকে শেষ করার ব্যাপারে মনস্থির করে ফেলে সাহিল।
গত রবিবার একটি জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ওই নাবালিকা। তখনই তাকে বাইরে ডেকে হামলা চলানো হয়। সিসি ক্যামেরার ছবি বাইরে আসতে ঘটনার বীভৎসতা প্রকাশ পায়। যদিও ওই এলাকার সাধারণ মানুষের দাবি, পুলিশের মামলা এড়াতে তারা ওই ঘটনা থেকে পাশ কাটিয়ে ছিল। যা আরও অবাক করেছে পুলিশকেই।