৩৭০ ধারা বাতিল অসাংবিধানিক নয় । রাষ্ট্রপতির সিদ্ধান্ত বৈধ । জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে রায় ঘোষণা সুপ্রিম কোর্টের । প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়েছে, উপত্যকাবাসীকে দেওয়া বিশেষ মর্যাদা ছিল সাময়িক । একইসঙ্গে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ।
সুপ্রিম কোর্টের বক্তব্য, ৩৭০ ধারায় জম্মু-কাশ্মীরকে যে বিশেষ অধিকার দেওয়া হয়েছিল, তা সাময়িক, অস্থায়ী । রাষ্ট্রপতির ওই অনুচ্ছেদ বাতিল করার অধিকার ছিল। তাই যা হয়েছে, সেটা অসাংবিধানিক নয় । উল্লেখ্য, ২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার ।
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে । আগামী বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার নির্দেশ দেওয়া হয়েছে । আর লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চলই থাকবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।