সংবিধানের ৩৭০ ধারা রদ নিয়ে যা যা মামলা দায়ের করা হয়েছিল, তা নিয়ে সোমবার রায়দান করবে সুপ্রিম কোর্ট। ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তা নিয়ে পিটিশন জমা পড়ে। সোমবার ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই নিয়ে রায়দান করবে।
গত ৫ সেপ্টেম্বর ১৬ দিন শুনানির পর রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। সোমবার সুপ্রিম কোর্ট এই নিয়ে রায় দেবে।
সোমবারের রায়কে ঘিরে কাশ্মীরে চাপা উত্তেজনা শুরু হয়েছে। চারদিন সোশ্যাল মিডিয়ায় বিধিনিষেধও আরোপ করা হয়েছে। প্ররোচনামূলক বার্তা রুখতেই এই সিদ্ধান্ত, জানিয়েছে প্রশাসন।