২৬ সপ্তাহের গর্ভপাত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এক অন্তঃসত্ত্বা। সোমবার সেই মামলার রায়ে গর্ভপাতের অনুমতি দিল না শীর্ষ আদালত। রায় ঘোষণার আগে সুপ্রিমকোর্টের পর্যবেক্ষন গর্ভস্থ শিশু সুস্থ। তাঁর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। এই অবস্থায় হৃদস্পন্দন বন্ধ করা যাবে না।
আদালতকে ওই মহিলা জানিয়েছিলেন তিনি দুই সন্তানের মা ,মানসিক অবসাদ সহ একাধিক অসুস্থতাও রয়েছে তাঁর। এই অবস্থায় নতুন করে সন্তান পালন তাঁর পক্ষে সম্ভব নয়। এই ব্যাপারে আদালতকে চিকিৎসকরাও জানান মাতৃত্বকালীন অবসাদে ভুগছেন ওই মহিলা।
এই সূত্রেই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল গর্ভপাতের। গত মঙ্গলবার এই ব্যাপারে নির্দেশের পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় প্রধানপতি চন্দ্রচূড়ের বেঞ্চ।
Koel Mallick-Ronaldinho: রোনাল্ডিনহো-মিতিন মাসি এক ফ্রেমে! শ্রীভূমির পুজোয় চমকের শেষ নেই
এদিন আদালত এইমসের মেডিকেল বোর্ডের রিপোর্ট খতিয়ে দেখে, তারপরেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান মহিলা ২৬ সপ্তাহ ৫দিনের অন্তঃসত্ত্বা। এখন গর্ভপাতের অনুমতি দিলে তা সংশ্লিষ্ট আইনের ধারা লঙ্ঘন করবে। কারণ, মা এবং শিশু দুজনেই সুস্থ ,সেই কারণেই প্রধান বিচারপতির মন্তব্য তাঁরা হৃদস্পন্দন বন্ধ করতে পারবেন না।