SSC-র চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত জানাল, এখনই চাকরি বাতিল নয়। এর পাশাপাশি টাকা ফেরতের বিষয়টির উপরেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন এবং সাদা খাতা জমা দেওয়ার পরেও যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের ক্ষেত্রে CBI তদন্ত বহাল রাখল শীর্ষ আদালত।
মঙ্গলবার SSC-র চাকরি বাতিল নিয়ে শুনানি ছিল দেশের শীর্ষ আদালত। শুনানি শেষে সংক্ষিপ্ত রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। সেখানে বেঞ্চ জানায়, SSC-র যোগ্য ও অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল ন্যায্য নয়। এবং পুরো প্যানেল বাতিল করলে তার অভিঘাত অস্বীকার করতে পারে না আদালত। পাশাপাশি ফের এই মামলাটির শুনানি হবে ১৬ জুলাই।
চাকরি বাতিল মামলায় ম্যারাথন শুনানি চলে সুপ্রিম কোর্টে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে উপস্থিত ছিল রাজ্য সরকার, SSC, যোগ্য চাকরিপ্রার্থী এবং চাকরাহারারা।
এদিন শুনানির শুরুতেই SSC-র তরফে জানিয়ে দেওয়া হয়, প্রায় ১৯ হাজার নিয়োগ বৈধ। এবং তাদের কাছে বৈধ চাকরিপ্রার্থীদের সব তথ্য রয়েছে। অন্যদিকে শীর্ষ আদালতের কাছে রাজ্য সরকারের আইনজীবীর ব্যাখ্যা, কোনও খারাপ অভিসন্ধি ছিল না তাদের। যদিও সুপার নিউমেরিক পদ তৈরি করা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতিদের বেঞ্চ।