জেড প্লাস নিরাপত্তা পাবেন শিল্পপতি মুকেশ আম্বানি। কেন্দ্রকে এই নির্দেশ দিলেও আম্বানিদেরই সেই খরচ বহন করতে হবে জানাল সুপ্রিম কোর্ট। গত বছরের সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র জানায়, জেড প্লাস নিরাপত্তা পাবেন রিলায়্যান্স কর্ণধার। আগে মোদী সরকার শুধুমাত্র মুকেশকেই জেড প্লাস নিরাপত্তা দিয়েছিল। ২০২০ সালে এক মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানায়, জীবন সংশয় থাকাকালীন ব্যক্তিদের জেড প্লাস নিরাপত্তা দেওয়া উচিত। তবে নিরাপত্তার ব্যয় বহন করতে তাঁদেরই। দেশ বা দেশের বাইরে সর্বত্রই এই নিরাপত্তা পাবেন আম্বানিরা।
উল্লেখ্য, ২০২২ সালের অগস্টে আম্বানির পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে মুম্বইয়ের বোরিভলি থেকে আটক হন এক ব্যক্তি। তারও আগে ২০২১ সালে অএই শিল্পপতির বাসভবন অ্যান্টিলিয়ার কাছে একটি বিস্ফোরক বোঝাই গাড়ির খোঁজ মেলে। এরপরই তড়িঘড়ি আম্বানি পরিবারকে জেড প্লাস নিরাপত্তার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
আরও পড়ুন-