তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ফের বড় অভিযোগ । জোর করে বাড়িতে ঢুকে ভয় দেখানোর চেষ্টা করছেন সাংসদ । থানায় অভিযোগ দায়ের করলেন মহুয়ার প্রাক্তন বন্ধু তথা সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই । তাঁর কথায়, মহুয়া তাঁকে না জানিয়ে ৫ ও ৬ নভেম্বর, এই দু'দিন তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেন । দিল্লির একটি থানায় মহুয়ার বিরুদ্ধে ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে অনুপ্রবেশের অভিযোগ দায়ের করেছেন দেহাদ্রাই । তাঁর অভিযোগের ভিত্তিতে দ্রুত মামলা রুজু করে তদন্ত শুরুর আর্জি জানিয়েছন পুলিশকে ।
দেহাদ্রাই অভিযোগপত্রে লেখেন, 'সাংসদ মহুয়া মৈত্র ৫ নভেম্বর সকাল ১১টা ও ৬ নভেম্বর সকাল ৯টা নাগাদ আমার বাড়িতে বিনা অনুমতিতে হাজির হন । আমার বিরুদ্ধে আরও মিথ্যা অভিযোগ আনার উদ্দেশ্য নিয়েই হয়তো মহুয়া মৈত্র আমার বাড়িতে এসেছিলেন ।' তাঁর অভিযোগ, ভয় দেখানোর উদ্দেশ্য নিয়েই বাড়িতে অনুপ্রবেশ করেছেন মহুয়া । সুপ্রিম কোর্টের আইনজীবীর দাবি, তিনি আগেই এই বিষয়ের ব্যাপারে দিল্লি পুলিশের কমিশনারকে জানিয়ে রেখেছিলেন ।
'ক্যাশ ফর কোয়ারি' মামলায় বিপাকে পড়েছেন মহুয়া মৈত্র । তাঁর বিরুদ্ধে টাকার বদলে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে । মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ নিশিান্ত দুবে । তাঁর দাবি, মহুয়ার প্রাক্তন বন্ধু ও সুপ্রিম কোর্টের আইনজীবী দেহাদ্রাই তাঁকে যে চিঠি দিয়েছেন, তারই ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন তিনি । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এথিক্স কমিটি । অভিযোগ প্রমাণিত হলে সাংসদ পদও যেতে পারে মহুয়ার । তারই মধ্যে নতুন করে অভিযোগ মহুয়ার বিরুদ্ধে ।