রামমন্দির ইস্যুতে তামিলনাড়ু সরকারকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট । সম্প্রতি, অভিযোগ উঠেছিল রামমন্দির উদ্বোধনের লাইভ টেলিকাস্টের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তামিলনাড়ু সরকার । এই নিয়ে মামলাও হয় সুপ্রিম কোর্টে । সেই মামলার প্রেক্ষিতে তামিলনাড়ু সরকারকে নোটিশ জারি করেছে দেশের শীর্ষ আদালত । তার জবাবও দিয়েছেন স্টালিনের সরকার । তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ।
তামিলনাড়ু সরকার জানিয়েছে, এই ধরনের কোনও বিধিনিষেধ নেই সেখানে । আজ অযোধ্যায় ভগবান রামের "প্রাণপ্রতিষ্ঠা" উপলক্ষে সরাসরি সম্প্রচার, পূজার্চনা থেকে অন্নধনাজম, ভজন অনুষ্ঠান ...কোনও কিছুর উপর কোনও নিষেধাজ্ঞা নেই । রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই মামলা করা হয়েছে ।
উল্লেখ্য, দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একটি পোস্ট শেয়ার করেন সম্প্রতি । সেখানে তিনি অভিযোগ করেন, তামিলনাড়ুতে প্রায় ২০০ রামমন্দির আছে সরকারি সংস্থার অধীনে। সেই মন্দিরগুলিতেও আগামী ২২ জানুয়ারি সমস্ত পুজো, প্রার্থনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । শুধু তাই নয় অর্থমন্ত্রীর দাবি, তামিলনাড়ুতে ২২ জানুয়ারি রামমন্দির সম্পর্কিত কোনও অনুষ্ঠানও করতে দেওয়া হচ্ছে না । এমনকী লাইভ টেলিকাস্টও বন্ধ রাখা হয়েছে