শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার। এবার রাজ্যের সেই আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। এর আগে কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ও সিবিআই চাইলে অভিষেককে জেরা করতে পারবে। সেই নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট।
গত মাসে ইডি কলকাতা হাই কোর্টে জানিয়েছিল, ৩১ জুলাই পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁরা কোনও রকম পদক্ষেপ নেবে না। এর আগেও কলকাতায় সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে নিষ্পত্তি দেওয়া হয়, তা নিয়ে হাই কোর্টে আবেদন করে রাজ্য।