একদিনে ১১ জন মহিলাকে সিনিয়র আইনজীবী নিয়োগ করে, শুক্রবার ইতিহাস তৈরি করেছে সুপ্রিম কোর্ট। এর আগে পর্যন্ত সাকুল্যে মাত্র ১২ জন মহিলা আইনজীবীকে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদা দেওয়া হয়েছে।
১১ জন মহিলা আইনজীবী হলেন করুণা নন্ডি, লিজ ম্যাথু, শোভা গুপ্তা, স্বরূপমা চতুর্বেদী, উত্তরা বব্বর, হরিপ্রিয়া পদ্মনাভন, অর্চনা পাঠক ডেভ, শিরিন খাজুরিয়া, এনএস নাপিনাই, এস জননী এবং নিশা বাগচি।
এছাড়াও , শুক্রবার সুপ্রিম কোর্ট ৫৬ জন আইনজীবী এবং অ্যাডভোকেট-অন-রেকর্ড (AoR) কে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে মনোনীত করেছে।
ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আদালতের কার্যক্রমের পরে নতুন নথিভুক্ত AoR-দের অভিনন্দন জানান।
সংবিধানের ১৪৫ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের প্রণীত বিধি অনুসারে, শুধুমাত্র অ্যাডভোকেট-অন-রেকর্ড হিসাবে মনোনীত অ্যাডভোকেটরাই সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করতে পারেন, যা বছরে দুবার AoR পরীক্ষা পরিচালনা করে।