এবার থেকে নির্বাচন কমিশনে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলের নেতা এবং দেশের প্রধান বিচারপতির পরামর্শ বাধ্যতামূলক। বৃহস্পতিবার এক নির্দেশে একথা জানাল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। যদি লোকসভায় বিরোধী দলের নেতা না থাকেন সেক্ষেত্রে, একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে এই কমিটিতে রাখতে হবে।
নির্বাচন কমিশনে নিয়োগের স্বচ্ছতা নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল হয়। সেই শুনানিতে এই নির্দেশ সাংবিধানিক বেঞ্চের। ভারতের নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের আর্জি জানিয়ে একটি পিটিশন দাখিল হয় সুপ্রিম কোর্ট। তা পর্যালোচনার পরই এই রায় আদালতের। সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, নির্বাচন কমিশন সুষ্ঠু ও আইনানুগ কাজ করবে। সংবিধানের নীতি ও আদালতের নির্দেশ মেনে চলবে। সেটাই স্বাভাবিক। গণতন্ত্রে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করা বড় দায়িত্ব।
আরও পড়ুন: ত্রিপুরায় কোনওমতে জয় মানিকের, নাগাল্যান্ডে ফের বিজেপি, মেঘালয়ে খাতা খুলল তৃণমূল
বর্তমানে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিবিআই, সিভিসি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করে। একই পদ্ধতিতে নির্বাচন কমিশনার পদেও এবার নিয়োগ হবে।