কোভিড আবহে শর্ত সাপেক্ষে বা প্যারোলে মুক্তি পেয়েছিলেন যে সমস্ত বিচারাধীন বন্দিরা এবার তাঁদের ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি এমআর শাহ এবং সিটি রবিকুমারের একটি বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। করোনা আবহে জেলে সংক্রমণ এড়াতে এবং ভিড় কমাতে অসংখ্য বন্দিদের জরুরি ভিত্তিতে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। এবার ভাইরাসের বাড়বাড়ন্ত কমতেই সুপ্রিম কোর্ট বন্দিদের ফিরে আসার নির্দেশ দিয়েছে।
Duare Sarkar: মাথায় 'পঞ্চায়েত-চিন্তা', রাজ্যে ফের দুয়ারে সরকার শিবির চালুর নির্দেশ সরকারের
তবে যাঁদের মুক্তি দেওয়া হয়েছিল তাঁরা কেউই গুরুতর কোনও অভিযোগে অভিযুক্ত ছিলেন না। আত্মসমর্পণের পর বন্দিরা নির্দিষ্ট আদালতে গিয়ে জামিনের আবেদনও করতে পারবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন রাজ্যের জেল থেকে এই বন্দিদের মুক্তি দেওয়া হয়েছিল।