খোলা মাঠে মঞ্চ করে চলছিল ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ প্রদান অনুষ্ঠান। তীব্র গরমে হিটস্ট্রোক হয়ে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। অসুস্থ আরও ২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। মহারাষ্ট্রের নভি মুম্বইয়ের ঘটনা।
অনুষ্ঠান দেখতে এসেছিলেন বহু মানুষ। চাঁদিফাটা রোদে খোলা আকাশের নীচে বসেছিলেন দর্শকরা। ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
রবিবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে খোলা আকাশের নীচে দর্শকদের বসার আয়োজন ছিল। কোনও ছাউনি ছিল না। বাইরে তাপমাত্রা তখন ৩৮ ডিগ্রি, চড়া রোদে দীর্ঘ ক্ষণ বসে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১১ জনের মৃত্যু হয়েছে।
অসুস্থদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন শিন্ডে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।