Chandrayaan 3 : চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের হদিস, রয়েছে একাধিক খনিজ...খোঁজ চলছে হাইড্রোজেনের

Updated : Aug 30, 2023 10:19
|
Editorji News Desk

চাঁদের দক্ষিণ মেরুতে গত ছয়দিন ধরে অনুসন্ধান জারি রয়েছে রোভার প্রজ্ঞানের (Rover Pragyan) । খোঁজ চালিয়ে বিভিন্নরকম তথ্য পাঠাচ্ছে ইসরো-কে (ISRO) । প্রজ্ঞানের পাঠানো তথ্য থেকেই জানা গেল, চাঁদের দক্ষিণ মেরুর কাছে রয়েছে সালফার (Sulfer) । এছাড়াও সেখানে রয়েছে অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন, অক্সিজেন । এখন হাইড্রোজেনের খোঁজ চালাচ্ছে প্রজ্ঞান । মঙ্গলবার এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছে ইসরো ।   

চাঁদে সালফারের খোঁজ কীভাবে ?

লেজার-ইনডিউসড ব্রেকডাউন স্পেক্ট্রোস্কোপ (এলআইবিএস) রয়েছে প্রজ্ঞানে । তার মাধ্যমেই চাঁদে সালফার-সহ বিভিন্ন খনিজের খোঁজ পেয়েছে প্রজ্ঞান । কীভাবে ?

 আরও পড়ুন, Chandrayaan 3: আর মাত্র কয়েকদিন, কী কী কাজ বাকি রয়েছে রোভার প্রজ্ঞানের?
 

জানা গিয়েছে, নমুনা সংগ্রহ করে লেজার প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে এলআইবিএস । সেই নমুনা পরীক্ষার মাধ্যমেই সালফার ও বিভিন্ন খনিজের সন্ধান পেয়েছে প্রজ্ঞান । যদিও ইসরোর মতে, এই খনিজগুলি যে চাঁদে পাওয়া যাবে, তা প্রত্যাশিত ছিল । এখন চাঁদে হাইড্রোজেনের অস্তিত্ব আছে কি না, তারই খোঁজ চলছে । 

কী কী কাজ বাকি প্রজ্ঞানের ?

ISRO-র তরফে জানা গিয়েছে, প্রজ্ঞানে একাধিক অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র বসানো আছে। যার মাধ্যমে নিয়মিত চাঁদের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করছে ISRO। আগামী কয়েকদিনও একই কাজ করবে।

চন্দ্রযান ৩ পাঠানোর মূল তিনটি উদ্দেশ্য ছিল ISRO-র। তার মধ্যে প্রথমটি ছিল চন্দ্রযানকে সঠিকভাবে ল্যান্ড করানো। দ্বিতীয়টি ছিল চাঁদের মাটিতে রোভার প্রজ্ঞানকে হাঁটানো। এবং তৃতীয়টি হল সেখান থেকে তথ্য সংগ্রহ। প্রথম দুটির কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হলেও তৃতীয় কাজটি করছে প্রজ্ঞান।

Chandrayaan 3

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক