শনিবার মধ্যপ্রদেশে বায়ুসেনার দুটি যুদ্ধবিমান ভেঙে (Fighter Plane Crash) পড়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশের মোরেনাতে দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে রাজস্থানের (Rajasthan Plate Crash) ভরতপুরে আরও একটি বিমান ভেঙে পড়েছে।
জানা গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বিমানে এক জন পাইলটের মৃত্যু (Piolot Death) হয়েছে। দুজন পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত হলেও তাঁরা নিরাপদ। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে (Rajnath Singh) দুর্ঘটনার বিবরণ দিয়েছেন বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরী। প্রতিরক্ষা মন্ত্রী পরিস্থিতির পর্যালোচনা করছেন।
আরও পড়ুন: মধ্যপ্রদেশে বায়ুসেনার মহড়ায় দুর্ঘটনা, মাঝ আকাশে ভেঙে পড়ল সুখোই ৩০-মিরাজ ২০০০
জানা গিয়েছে, শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ মধ্যপ্রদেশের মোরেনাতে জোড়া দুর্ঘটনাটি ঘটে। গোয়ালিয়ররের বায়ুসেনার ঘাঁটি থেকে আকাশে উঢ়েছিল বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই ৩০ ও মিরাজ ২০০০। প্রশিক্ষণরত অবস্থায় ভেঙে পড়ে দুটি বিমান। আকাশে সংঘর্ষ হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে দুর্ঘটনা তা জানতে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বায়ুসেনা।