ইজরায়েল-প্যালেস্তাইনের (Israel-Palestine Conflict) যুদ্ধের ছবি এবার পুরীর সমুদ্রতটে । শৈল্পিক ছোঁয়ায় বালুতটেই ফুটে উঠল যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলের ছবি । আর যুদ্ধ নয়, এবার শান্তি আসুক, মানুষ যেন প্রার্থনা করে, তাঁর শিল্পকলায় সেই বার্তাই দিলেন শিল্পী সুদর্শন পট্টনায়েক (Sudarshan Patnaik) ।
সম্প্রতি, দেখা গেল পুরীর (Puri) বিচে বালির মধ্যে যুদ্ধ বিধ্বস্ত ইজরায়লকে । যেখানে রয়েছে ইজরায়েলের পতাকা । দেখা গেল, বিল্ডিংগুলি যে রকেটের আঘাতে জ্বলছে, সেই চিত্রও বালিতে ফুটিয়ে তুললেন শিল্পী সুদর্শন পট্টনায়ক । একই সঙ্গে শান্তির বার্তাও দিলেন তিনি ও মানবিকতার সঙ্গে থাকার আবেদন জানালেন । ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
আরও পড়ুন, Israel-Palestine Conflict: গাজায় নিহত চারশোর বেশি বন্দুকবাজ, জানাল ইজরায়েল ডিফেন্স ফোর্স
এদিকে, ইজরায়েল ও প্যালেস্তাইনের সংঘর্ষে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইজরায়েলের উপর বিভিন্ন দিক থেকে হামলা চালাচ্ছে প্যালেস্তিনীয় জঙ্গিগোষ্ঠী হামাস । ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত, নেপালের মতো দেশগুলি । ইজরায়েলকে সমর্থন জানিয়েছে আমেরিকাও ।
চলতি বছরের শুরু থেকে হামাস এবং প্যালেস্টাইনের একটি গোষ্ঠীর সঙ্গে বিভিন্ন সময়ে সংঘর্ষ হয়েছে ইজরায়েলের সেনার। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে প্রত্যাঘাত শুরু করে হামাস। প্রায় ২০ মিনিটের মধ্যে ইজরায়েলের একাধিক জায়গা লক্ষ করে ৫০০০ রকেট ছোড়া হয়। সেখানে কয়েকজন নিহত হন। তারপর শনিবার দুপুরে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করে ইজরায়েলও ।