দিল্লিতে শাহি দরবারে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁদের মধ্যে মিনিট তিরিশ কথা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, আলোচনার বিষয়বস্তু এখনও পর্যন্ত অজানা।
পঞ্চায়েত ভোট পরবর্তী সময় অমিত শাহ (Amit Shah)-শুভেন্দু অধিকারীর এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলেই দাবি করেছে রাজনৈতিক মহল। তাদের অনুমান, রাজ্যের পঞ্চায়েত ভোট এবং তার পরবর্তী সময়ের হিংসা নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি সংগঠন নিয়েও দু জনের কথা হতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন : পঞ্চায়েত পরবর্তী হিংসা রুখবে বাহিনী-ই, নির্দেশ প্রধান বিচারপতির
শুভেন্দুর এবারের দিল্লি সফরে আগে থেকেই শোনা যাচ্ছিল তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন। সেইমতো সোমবার রাত নটা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যান শুভেন্দু। সোমবারই কলকাতা হাই কোর্ট এক নির্দেশে জানিয়েছে, রাজ্যে আরও ১০দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এবং পঞ্চায়েত সংক্রান্ত যাবতীয় হিংসায় বাহিনীকে নিয়ে যেতে হবে।
মালদহে দুই মহিলাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ করা হয়েছে। যা নিয়ে গত কয়েকদিন সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। সেই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার বৈঠকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই দাবি করেছে ওয়াকিবহাল মহল।