ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া (Russia)। ইউক্রেনে আটকে পড়েছে অশোকনগর ভাটশালা এলাকার বছর ২৩ এর তারিকুল রহমান মন্ডল। উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা।সরকারের কাছে কাতর আবেদন রাজ্য সরকার যাতে কেন্দ্র সরকারের সাথে দ্রুত আলোচনা করে তারিকুলকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে।
২০২০ এর ১১ এপ্রিল মেডিকেল পড়তে ইউক্রেনে পাড়ি দেন তারিকুল।আগামী ১৫ মার্চ বাড়ি ফেরার কথা ছিল।তবে তার আগেই পরিস্থিতি সংকটজনক হতে শুরু করে। একের পর এক বিস্ফোরণ রাশিয়া এবং ইউক্রেনের ঝামেলায় বাতিল হয়ে যায় উড়ান পরিষেবা।ফলে আটকে পড়ে তারিকুল সহ প্রায় ১৮ থেকে ২০ হাজার ভারতীয় পড়ুয়া।কান্নায় ভেঙে পড়েছে তারিকুলের মা।এখন শুধু বুকে চাঁপা কান্না রেখে ছেলে বাড়ি ফেরার অপেক্ষায় গোটা পরিবার।
যুদ্ধের আবহেই মোদী-পুতিন ফোনালাপ, কী কথা হল দু'জনের? রাশিয়া-ইউক্রেন সংকটে ভারতের অবস্থান কী?