চণ্ডীগড়ের (Chandigarh) রোহতকে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় চত্বরে দুষ্কৃতী হামলা। হামলায় গুলিবিদ্ধ মোট ৪ জন। তাদের মধ্যে একজন ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া (University Student)। পুলিশ সূত্রে খবর, বাকি তিন আহত, ওই পড়ুয়ারই বন্ধু।
শনিবার বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান ছিল। সেখানে এসেছিলেন চণ্ডীগড়ের রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। তিনি বিশ্ববিদ্যালয় চত্বর ছাড়ার ঘণ্টা দেড়েকের মধ্যে দুষ্কৃতী হামলা ঘটে। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ চারজনের নাম কুলদীপ, সুশি, বিদ্যুৎ ও হরিশ। এরমধ্যে কুলদীপের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের কারও পেটে, কারও হাতে গুলি লেগেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে চারজন দাঁড়িয়ে গল্প করছিলেন। সেই সময় একটি গাড়ি থেকে কিছু লোকজন নেমে কুলদীপের সঙ্গে বচসা করে। তারপরই এলোপাথাড়ি গুলি চালায়।
আরও পড়ুন: ৩৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে, নির্দেশ ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের
পুলিশের অনুমান, টাকাপয়সা সংক্রান্ত লেনদেনের বিষয় নিয়েই গন্ডগোল। কুলদীপের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।