আগামী দিনে কোন পথে দিল্লি। সেই রাস্তাই তৈরি হচ্ছে বুধবার। সকাল থেকে রাজধানীতে চলছে বিধানসভার ভোটগ্রহণ। মসনদে হ্যাটট্রিকের স্বপ্ন এখন অরবিন্দ কেজরিওয়ালের চোখে। বিজেপি লড়ছে ফিরে আসার লড়াই। আর কংগ্রেস...।
৭০ আসনের দিল্লির বিধানসভায় এবার প্রার্থী ৬৯৯ জন। ইন্ডিয়া জোটের মধ্যে থাকলেও বিধানসভার ময়দানে এবারও প্রতিপক্ষ আপ ও কংগ্রেস। তাই ভোট ভাগের দিকে এবারও তাকিয়ে রয়েছে বিজেপি। আপ-কংগ্রেসের ভাগাভাগিতে পদ্ম শিবির আশাবাদী, এবার দিল্লির মসনদে ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে।
গত পাঁচ বছর সবার নজরে ছিল দিল্লির রাজনীতির দিকে। একের পর একমন্ত্রীর জেল যাত্রা। আবগারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার মুখ্যমন্ত্রী নিজেও। সেই মামলা ওঠে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই মামলায় ভর্ৎসনা করা হয়েছিল কেন্দ্রীয় এজেন্সি ইডিকে।
ফলে, আপের আশা কেজরিওয়ালের প্রতি বিজেপি যে অত্যাচার করেছে, তার প্রতিফলন ভোটবাক্সে পড়বেই। কিন্তু ভোট কাটার লড়াইয়ে কংগ্রেস ফ্যাক্টর হতে পারে বলে দাবি রাজনৈতিক মহলের। তাই আট তারিখ দিল্লির ভোটের ফলের দিকেই নজর ভারতীয় রাজনীতির।