কাশির ওষুধের বদলে তিন বছরের শিশুকে বিষ খাইয়ে দেওয়ার অভিযোগ সৎবাবার বিরুদ্ধে। বিষক্রিয়ায় পরে শিশুটির মৃত্যু হয়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বিশ্বনাথ গোন্ড নামের ওই ব্যক্তিকে। স্বামীর বিরুদ্ধে ছেলেকে মেরে ফেলার অভিযোগ করেন গায়ত্রী গোন্ড। ঘটনাটি ঘটেছে ওড়িশার কুন্ডেই এলাকার নবরঙ্গপুর গ্রামে।
পুলিশ সূত্রে খবর, ধৃত বিশ্বনাথ গোন্ড পেশায় একজন হাতুড়ে চিকিৎসক। মাস তিনেক আগেই তিনি বিয়ে করেন গায়ত্রীকে। গায়ত্রীর প্রথম পক্ষের ৩ বছরের সন্তানকে নিয়েই ঘর বেঁধেছিলেন বিশ্বনাথ। গায়ত্রী দেবীর অভিযোগ, শিশুটির জ্বর সর্দি হয়েছিল। কাশির ওষুধ দিয়েছিলেন তাঁর স্বামী বিশ্বনাথ। কিন্তু সকাল ১১ তার সময় ওষুধ দেওয়ার পর থেকেই নাকি বমি করতে শুরু করে শিশুটি। এরপর বিকেলে সে মারা যায়।
এরপরেই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন গায়ত্রী। ঘটনার আভাস পেতেই পালতে গিয়েছিলেন বিশ্বনাথ ,পরে ছত্তিশগড় থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। কাফ সিরাপের শিশুও বাজেয়াপ্ত করেছে পুলিশ।