মধ্যপ্রদেশের সচিবালয় বল্লভ ভবনে আগুন। জানা গিয়েছে, শনিবার সকালে ভোপালের ওই ভবনের চার তলায় আগুন লাগে। আগুনের তিব্রতা এতটাই বেশি ছিল এরপর তা তিন এবং পাঁচ তলায়ও ছড়িয়ে পড়ে।
ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ইতিমধ্যেই তৃতীয় এবং চতুর্থ তলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাঁচ তলার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন - হাতির পিঠে চেপে কাজিরাঙা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, রইল ভিডিয়ো
ভোপালের ওই ভবনে কেউ আটকে রয়েছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে, কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও।