খাতায় কলমে হয়তো মুদ্রাস্ফীতি কমছে। কিন্তু জিনিসপত্রের দামবৃদ্ধি নিয়ে নাভিশ্বাস আমজনতার। এবার দেশজুড়ে বাড়ল দুধের দাম (Milk Price)। আমুল ও মাদার ডেয়ারি, দুটি সংস্থার দুধ কিনতে গেলে এবার লিটার প্রতি ২ টাকা করে বেশি লাগবে। ১৭ অগাস্ট, অর্থাৎ বুধবার থেকে দেশজুড়ে এর প্রভাব পড়বে। গত এক বছরে এই নিয়ে তৃতীয়বার দুধের দাম বাড়ল।
দিল্লি, কলকাতা, মুম্বই, আহমেদাবাদের মতো বড় শহরে দুধের নয়া দাম কার্যকর হবে। দামবৃদ্ধির পর ফুল ক্রিম দুধের দাম দাঁড়িয়েছে ৬২ টাকা প্রতি লিটার। টোনড মিল্কের দাম দাঁড়িয়েছে ৫০ টাকা প্রতি লিটার। আমুল শক্তির দাম ৫৬ টাকা প্রতি লিটার।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে BSNL-এর বিশেষ অফার, তিনটি রিচার্জ প্ল্যানেই থাকছে বড় ছাড়
জানা গিয়েছে, সংস্থাগুলির উৎপাদন খরচ গত বছরের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। তাই দেশের অন্যতম জনপ্রিয় দুটি সংস্থা দাম বাড়াতে বাধ্য হয়েছে। আমুলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "উৎপাদন খরচ বেড়ে গিয়েছে। গত বছরের তুলনায় গো-পালনকারীদের দামও ৮-৯ শতাংশ বাড়িয়েছে ইউনিয়ন সদস্যরা।"