করোনা আক্রান্ত হলেন সনিয়া গান্ধী (Sonia Gandhi)। আপাতত নিজের বাড়িতেই রয়েছেন তিনি। বৃহস্পতিবার জানালেন কংগ্রেস প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালা। প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী প্রেসিডেন্ট সনিয়া এবং রাহুল গান্ধীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আগামী ৮ জুন সেখানে সনিয়া গান্ধীর হাজিরা দেওয়ার কথা। তার আগেই করোনায় আক্রান্ত হলেন তিনি। কয়েক দিন আগেই জয়পুরের চিন্তন শিবিরে হাজির ছিলেন সনিয়া গান্ধী (Sonia Gandhi covid positive)। ফেরার পর থেকে একাধিক কংগ্রেস নেতার সঙ্গে দেখা করেন। তার মধ্যেই বুধবার সন্ধেবেলায় হালকা জ্বর এসেছিল সনিয়ার। অন্যান্য উপসর্গও ছিল। চিকিৎসক পরীক্ষা করতেই করোনা ধরা পড়ে।
আরও পড়ুন: কেকে-র মৃত্যুতে প্রশাসনিক গাফিলতির অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সৌমিত্র খাঁ-র
২০১৩ সালে দিল্লির ট্রায়াল কোর্টে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা একটি ব্যক্তিগত ফৌজদারি অভিযোগের তদন্ত থেকে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে আয়কর তদন্ত শুরু হয়। অভিযোগে সংবাদপত্রের অধিগ্রহণে গান্ধীর অংশে প্রতারণা এবং তহবিল অপব্যবহারের অভিযোগ ওঠে। স্বামীর অভিযোগ ছিল যে গান্ধীরা ন্যাশনাল হেরাল্ডের মালিকানাধীন সম্পত্তিগুলি ইয়াং ইন্ডিয়ার মাধ্যমে সংবাদপত্রের পূর্ববর্তী প্রকাশকদের কিনে নেয়। তিনি আরও বলেন ইয়াং ইন্ডিয়ায় গান্ধীদের শেয়ার ৮৬ শতাংশ।
কংগ্রেস সূত্রের খবর, আসন্ন রাজ্যসভা ভোটের জন্য গত কয়েক দিন ধরে বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন সনিয়া (Sonia Gandhi positive)। প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুল গান্ধীকেও বুধবার পৃথক নোটিস পাঠিয়েছিল ইডি। বৃহস্পতিবার তাঁকে ইডি-র দফতরে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি যাননি।