সবসময় ফোনে ডুবে থাকত ছেলে। একাধিক বার ছেলেকে সাবধানও করেছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ছেলেকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার রাআতে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মাইসোরে। অভিযুক্তের নাম সৈয়দ আসলাম। বয়স ৫১ বছর। অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন কাপড় ব্যবসায়ী।
মৃত যুবকের মা ইশারথ সালমার দায়ের করা অভিযোগ অনুযায়ী, গত ২৮ নভেম্বর রাত ১১.৪৫ নাগাদ সৌদি আরবের মক্কায় তীর্থযাত্রা করার জন্য বাসে উঠেছিলেন। উপস্থিত ছিলেন আওয়াইস তাঁর বাবা এবং ভাই। কিন্তু অভিযুক্ত তাঁর মায়ের মোবাইল নিয়ে চলে যান।
আরও পড়ুন - স্বামীর সঙ্গে রিল পোস্ট করা নিয়ে অশান্তি, আত্মঘাতী ২৫ বছরের স্ত্রী
জানা যায়, ভোর ৩.১৫ টা নাগাদ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে আসেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়, কেন ওই যুবক মায়ের ফোন নিয়ে চলে গিয়েছিল? এরপরেই আওয়াইস একটি ছুরি নিয়ে তাঁর বাবাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল কিন্তু আসলাম ছুরিটি ছিনিয়ে নেয় এবং তার ছেলেকে ছুরিকাঘাত করে।