জলদস্যুদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ভারতীয় নৌসেনা। ভারতীয় উপকূল থেকে প্রায় ২৬০০ কিলোমিটার দূরে এই অভিযানে নেতৃত্ব দিয়েছে আইএনএস কলকাতা। প্রায় ৪০ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে পণ্যবাহী জাহাজ এবং ১৭ জন কর্মীকে উদ্ধার করা হয়। আত্মসমর্পণ করানো হয়েছে ৩৫ জন জলদস্যুকে।
কী ঘটেছিল?
২০২৩ সালে মাল্টার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কব্জা করেছিল সোমালি জলদস্যুরা। এরপর ওই জাহাজকে ঢাল করে অন্য জাহাজের উপর হামলা চালাত দস্যুরা।
আরও পড়ুন - যাদবপুর চষছেন সৃজন , প্রচারে 'রোটি,কাপড়া, মাকান'
চলতি সপ্তাহের বৃহস্পতিবার বাংলাদেশের একটি জাহাজের উপর হামলা চালানো হয়। সাহায্য চাওয়া হয় ভারতীয় নৌসেনার কাছে। এরপরই অভিযান চালিয়ে সাফল্য পায় কলকাতা আইএনএস। এই সাফল্যের কথা জানানো হয়েছে ভারতীয় নৌসেনার তরফে।