জয় হো ! ২০২৪ সালে লোকসভা নির্বাচনে এনডিএ বনাম ইন্ডিয়ার লড়াই সামনে আসার পরেই এটাই এখন ট্রেন্ড বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। লোকসভা ভোটের দামামা বাজার আগে একবার নজর রাখা যাক হিমাচল থেকে কন্যাকুমারী পর্যন্ত রাজ্যওয়ারি সরকারের দিকে।
রাজনৈতিক মহলের দাবি, আর কয়েকদিন পরেই ফের পাঁচ রাজ্যের বিধানসভার ভোট হতে চলেছে, বড় রাজ্য বলতে রাজস্থান এবং মধ্যপ্রদেশের দিকে সবার নজর থাকবে। নজর থাকবে ছত্তীশগড়ের দিকেও। তার আগে অঙ্ক বলছে, এখনও পর্যন্ত যা রাজনৈতিক সমীকরণ, তাতে ইন্ডিয়ার থেকে এগিয়েই শুরু করবে এনডিএ।
আরও পড়ুন : 'INDIA জিতবে, বিজেপি হারবে', বৈঠকের পর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
তবে আগামী লোকসভা ভোটের আগে এনডিএ শিবিরের চিন্তার জায়গা দক্ষিণের রাজ্যগুলি। যেখানে কোথাও বিজেপি বা তার সহযোগিদের কোনও চিহ্ন নেই। উত্তরের হিমাচল এবং দিল্লিও বিজেপির হাতের বাইরে। পূর্বে ওড়িশাকে বাদ দিলে বিহার ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে ইন্ডিয়ার দাপট।
সব মিলিয়ে ভারতীয় রাজনীতির বাইশ গজে ইন্ডিয়া বনাম এনডিএ-এর লড়াই এখন থেকে জমে উঠল। এরমধ্যেই এনডিএ-এর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য, বিরোধী জোট থেকে স্পষ্ট দেশ নয়, পরিবার আগে। পাল্টা ইন্ডিয়া শিবির থেকে দাবি, এবার জমবে মজা।