প্রায় ২৪ বছর আগের মামলায় দোষী সাব্যস্ত সমাজকর্মী মেধা পাটেকর। শুক্রবার তাঁকে দোষী সাব্যস্ত করেছে দিল্লির সাকেত আদালত। দিল্লির বর্তমান উপ-রাজ্যপাল এবং তৎকালীন ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল লিবার্টিসের প্রধান ভিকে সাক্সেনার দায়ের করা মানহানির মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে মেধাকে।
এদিন বিচারক রাঘব শর্মা তাঁর নির্দেশে নমর্দা বাচাও আন্দোলনের নেত্রীকে দোষী সাব্যস্ত করেছেন। এই নির্দেশের ফলে দু বছরের জেল কিংবা জরিমানা বা দুটোই হতে পারে। ২০০০ সালে থেকে এই মামলা চলছিল ভিকে সাক্সেনা এবং মেধা পাটেকরের মধ্যে।
মেধার বিরুদ্ধে দুটি মানহানির মামলা দায়ের করেছিলেন সাক্সেনা। তারই একটি মামলায় এদিন মেধাকে দোষী সাব্যস্ত করেন বিচারক রাঘব শর্মা। সেই সময় গুজরাত সরকারের আমলা ছিলেন ভিকে সাক্সেনা। মেধার বিরুদ্ধে অভিযোগ, ওই সময় বেশ কিছু সংবাদমাধ্যমে সাক্সেনার বিরুদ্ধে লাগাতার বিস্ফোরক মন্তব্য করেছিলেন।