বুধবার অনাস্থা বিতর্কে সংসদে প্রথম বক্তব্য রাখেন রাহুল গান্ধী। এদিন সংসদ ভবন ছাড়ার সময় নয়া বিতর্কে রাহুল গান্ধী। অভিযোগ, 'ফ্লাইং কিস' দিতে দেখা যায় রাহুলকে। এই ঘটনা নিয়েই রাহুল গান্ধীর বিরুদ্ধে স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ দায়ের করলেন বিজেপির মহিলা সাংসদরা। এই নিয়েও সংসদে কটাক্ষ করেন স্মৃতি ইরানিও।
স্মৃতি ইরানি বলেন, "আমার আগে যিনি বক্তব্য রাখলেন, তিনি দুর্ব্যবহার করেছেন। মহিলা সাংসদদের ফ্লাইং কিস দিতে পারেন এমন ধরনের মানুষ। কোন পরিবার থেকে এসেছেন, তা বোঝাই যায়। তিনি, তার পরিবার ও তাঁর দল মহিলাদের সম্পর্কে কী ভাবেন, তাও টের পাওয়া যায়।"
আরও পড়ুন: সাসপেন্ড করা হয়নি ডেরেক ও ব্রায়েনকে, টুইট করে জানালেন সাকেত গোখেল