আর বসে বসে বন্দেভারতে (Vande Bharat Express) ভ্রমণ নয়, খুব শিগগিরই আনা হবে স্লিপার কোচ। সম্প্রতি টেলিভিশন একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, ২০২৩ সালের দিকেই বন্দেভারতে আসবে স্লিপার কোচ। ফলে যাত্রীদের আরাম আরও কয়েকগুণ বেড়ে যাবে৷ বুলেট ট্রেন নিয়েও আশার কথা শুনিয়ে অশ্বিনী বৈষ্ণব জানান,২০২৬ সালের জুলাই-অগস্ট মাসেই দেশে বুলেট ট্রেন পরিষেবা শুরু হয়ে যেতে পারে। দেশের প্রথম বুলেট ট্রেনটি ছুটবে আহমেদাবাদ থেকে মুম্বই পর্যন্ত, ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে প্রাথমিক পর্যায়ের কাজ।
উল্লেখ্য, দেশে ছুটবে দ্রুতগামী মেট্রো (Metro) । বন্দে ভারত এক্সপ্রেসের পর শুরু হতে চলেছে বন্দে ভারত মেট্রো-র পরিষেবা (Vande-Bharat Metro) একথাও বাজেটের দিনেই ঘোষণা করেন রেলমন্ত্রী।তিনি জানিয়েছেন, মেট্রো শহরগুলিতে পরিষেবা যাতে দ্রুত পরিষেবা দেওয়া যায়, সেই কথা মাথায় রেখেই দ্রুত মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগামী ২০২৪-২৫ অর্থবর্ষে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে ।