আগেই জানা গিয়েছিল আরও আরামদায়ক হবে বন্দে ভারতের যাত্রা। পাখির চোখ লোকসভা ভোট, তার আগেই ট্রেনকে ঢেলে সাজাচ্ছে রেল কর্তৃপক্ষ। একটি সফরের পর মাত্র ১৪ মিনিটে ঝাঁ চকচকে হয়ে যাবে গোটা ট্রেন। এর মধ্যেই বন্দে ভারত নিয়ে আরও ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। তিনি জানিয়ে দিয়েছেন, ২০২৪ সালের মধ্যে বন্দেভারতে থাকবে স্লিপার কোচ-ও।
Asian Games 2023: স্কোয়্যাশে ব্রোঞ্জ জয় অনাহত ও অভয়ের, এশিয়ান গেমসে ফের পদক ভারতের
এমনকি বন্দে ভারতের স্লিপার কেমন হবে তার একটা নমুনা দিয়ে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন রেলমন্ত্রী। নরম গদি দেওয়া সিটে রাখা থাকবে কুশান, রাতের জন্য ঢিমে আলোর ব্যবস্থা থাকবে। এছাড়াও এক্সিকিউটিভ এবং চেয়ারকারের সমস্ত সুবিধাই পাওয়া যাবে বন্দেভারাতের স্লিপার ক্লাসে।