বুধবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ছ জনের। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলায়। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের গুন্টুর জেলায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিন্নাগঞ্জম থেকে হায়দরাবাদ যাচ্ছিল একটি বাস। অন্যদিকে উল্টো দিক থেকে একটি লরি আসছিল। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরিটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এবং সঙ্গে সঙ্গে দুটি গাড়িতেই আগুন লেগে যায়।
Read More- ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূলের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা
ওই বাসে মোট ৪২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে মৃত্যু হয়েছে ছ জনের। মৃতদের মধ্যে রয়েছেন অঞ্জি, উপ্পগুন্ডর কাশী, উপ্পগুন্ডুর লক্ষ্মী, মুপ্পারাজু খ্যাতি সাইশ্রী। বাকি তিনজনের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার জেরে ওই রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় যানজট। তারজেরে সমস্যায় পড়েন যাত্রীরা।