মাত্র দু'বছর বয়সেই এভারেস্টের বেস ক্যাম্পে। শুনতে অবাক লাগলেও মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে এই অসাধ্য সাধন করেছে মধ্যপ্রদেশের সিদ্ধি মিশ্র। ইতিমধ্যেই এই ছবি শেয়ার করেছেন সিদ্ধির মা ভাবনা দেহরিয়া।
জানা গিয়েছে, গত ১২ মার্চ দু'বছর বয়সি সিদ্ধিকে নিয়ে মধ্যপ্রদেশ থেকে কাঠমান্ডু পৌঁছন ভাবনা। তিনি মেয়েকে নিয়ে প্রথমে কাঠমান্ডুর লুকলায় পৌঁছন। এরপর -২ ডিগ্রি তাপমাত্রায় ফাকডিং পৌঁছে যান ভাবনা। তারপর ১৩মার্চ ফাকডিং থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৪৪০ মিটার দূরের নামচে বাজার পর্যন্ত ট্রেক করেন মেয়েকে নিয়ে। সেই সময় সেখানকার তাপমাত্রা ছিল -৬ ডিগ্রি।
আরও পড়ুন - ছত্তিশগড়ে গুলির লড়াই, ২ মহিলা সহ নিহত ৬ নকশাল
খারাপ আবহাওয়া কিংবা ঠাণ্ডা কিছুই সিদ্ধিকে টলাতে পারেনি। মায়ের সঙ্গে ছোট্ট সিদ্ধি দিব্যি এভারেস্টের বেসক্যাম্পে যায়। সেখানে ১ ঘণ্টা থাকার পর মেয়েকে নিয়ে নেমে আসেন ভাবনা।